সবাই চলে গেছে (দ্বিতীয় খন্ড) (Masud Rana #255)

সবাই চলে গেছে (দ্বিতীয় খন্ড) (Masud Rana #255)


এখন আর ছুটতে পারছে না রানা।

রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়েছে। আরেকটা বুলেট আধ পাক ঘুরিয়ে দিল ওকে। কাঁধে লেগেছে। পা দুটো ভাঁজ হয়ে গেল।

মেঘের আড়ালে মুখ লুকাল চাঁদ। গাঢ় ছায়ার ভেতর ধীরে ধীরে ঢলে পড়লা রানা। জানে, এবার আর উঠতে পারবে না। হঠাৎ কাঁধে কার যেন স্পর্শ অনুভব করল ও। ‘কে?’ চিৎকার করে জানতে চাইল। ‘হায় আল্লাহ! আমার চোখ! সব ঝাপসা লাগছে। কে এখানে?’

‘একা শুধু আমি, স্যার,’ নরম সুরে বললেন আর.এস.এম.।

‘আপনি? এখানে? যান. এখুনি চলে যান। শুনতে পাচ্ছেন না, ওরা চলে এসেছে?’

‘পাচ্ছি, স্যার।’

‘তাহলে যাচ্ছেন না কেন?’

‘পারছি না, স্যার,’ আর.এস.এম. মিথ্যে কথা বললেন, ‘আমার দুটো পা-ই চুরমার হয়ে গেছে।’





                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post