সবাই চলে গেছে (প্রখম খন্ড) (Masud Rana #254)

সবাই চলে গেছে (প্রখম খন্ড) (Masud Rana #254)

এবার মধ্য আফ্রিকার একটা দেশে সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছে মাসুদ রানা। মানবিক কারণে, কর্তব্যের ডাকে সাড়া দিচ্ছে ও; বাংলাদেশের জন্যে নগদ প্রাপ্তিও কিছু আছে।

ইস্পাতের মত কঠিন চরিত্রের পঞ্চাশজন মার্সেনারিকে সঙ্গে নিয়েছে রানা, চুক্তি হয়েছে কঙ্গোর সামরিক স্বৈরাচার উবান্ডি বুটার কবল থেকে মুক্ত করতে হবে সে-দেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইউনুস উসুমবুরাকে।

শুধু তাই নয়, সেনাবাহিনী থেকে অন্যায়ভাবে বরখাস্ত ত্রিশ হাজার সৈনিকের হাতে অস্ত্র পৌছে দেয়ারও দায়িত্ব নিয়েছে ও। এ এক দুঃসাহসিক অভিযান, তবে সব রকম প্রস্তুতি নিয়েই রওনা হলো ওরা। সকালে উসুমবুরাকে মেরে ফেলা হবে, তাই রাতেই সামরিক ব্যারাক আক্রমণ করা হলো। তারপর?





                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post