ধ্বংস পাহাড় (Masud Rana #1)
এক প্রতিভাবান বিজ্ঞানী কবির চৌধুরী কাপ্তাই শহরের কাছে একটা পাহাড়ের ভেতর আলট্রা সোনিকস (অতিশব্দ) এবং অ্যান্টি-গ্র্যাভিটি নিয়ে গোপন গবেষণা করছিলো। কাপ্তাই বাঁধ তৈরির ফলে বিশাল লেকের নিচে তলিয়ে যাচ্ছে পাহাড়টা। তাই সে সিদ্ধান্ত নিলো পাকিস্তানের কোনো শত্রু দেশের (ভারত) সরবরাহ করা শক্তিশালী ডিনামাইট ফাটিয়ে উড়িয়ে দেবে বাঁধটা। আর সেটা ঠেকানোর দায়িত্ব পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্ট মাসুদ রানার উপর।
ভারতনাট্যম (Masud Rana #2)
কিচ্ছু না, সাধারণ একটা সাংস্কৃতিক শুভেচ্ছা মিশন।
বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানাকে পাঠানো হলো ফটোগ্রাফারের ছদ্মবেশে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়লো মোলাসেস সেন্ট- অর্থাৎ চিটাগুড়ের গন্ধ।
ব্যাপার কি? এ যে বিষাক্ত কেউটের চেয়েও ভয়ঙ্কর! রানার মৃত্যুসংবাদ প্রচার করেও কি ধোঁকা দেয়া গেল ওদের?
বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানাকে পাঠানো হলো ফটোগ্রাফারের ছদ্মবেশে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়লো মোলাসেস সেন্ট- অর্থাৎ চিটাগুড়ের গন্ধ।
ব্যাপার কি? এ যে বিষাক্ত কেউটের চেয়েও ভয়ঙ্কর! রানার মৃত্যুসংবাদ প্রচার করেও কি ধোঁকা দেয়া গেল ওদের?
স্বর্ণ মৃগ (Masud Rana #3)
পাকিস্তান আমলের কথা। মাসুদ রানা চলেছে করাচী। সমুদ্রের ধারে পরিচয় হলো স্বর্ণমৃগের সাথে, খেলার ছলে। উপরি পাওনা হিসেবে রানার জীবনে এলো জিনাত সুলতানা।
এক অভিনব পন্থায় সোনা চোরাচালান হচ্ছে বাংলাদেশে (তদানীন্তন পূর্ব পাকিস্তানে)। রানার সাথে হলো প্রচণ্ড সংঘর্ষ। জীবনে এই প্রথম উপলব্ধি করল রানা, শক্তির দ্বন্দ্বে ওয়ালী আহমেদের ক্ষমতার কাছে সে একটি দুগ্ধপোষ্য শিশু-মাত্র।
কিন্তু পিছিয়ে এলো না রানা, আহ্বান করল নিশ্চিত মৃত্যুকে।
এক অভিনব পন্থায় সোনা চোরাচালান হচ্ছে বাংলাদেশে (তদানীন্তন পূর্ব পাকিস্তানে)। রানার সাথে হলো প্রচণ্ড সংঘর্ষ। জীবনে এই প্রথম উপলব্ধি করল রানা, শক্তির দ্বন্দ্বে ওয়ালী আহমেদের ক্ষমতার কাছে সে একটি দুগ্ধপোষ্য শিশু-মাত্র।
কিন্তু পিছিয়ে এলো না রানা, আহ্বান করল নিশ্চিত মৃত্যুকে।
?