সেই পাগল বৈজ্ঞানিক (এক খন্ডে সমাপ্য) (Masud Rana #303)

 সেই পাগল বৈজ্ঞানিক (এক খন্ডে সমাপ্য) (Masud Rana #303)

চৈত্র মাসে তুষারপাত শুরু হয়েছে ঢাকা, রিয়াদ, নিউিইয়র্ক ও লন্ডনে। অবিশ্বাস্য, অকল্পনীয় ব্যাপার। প্রচন্ড ঠান্ডায় শত শত মানুষ মরছে। প্রকৃতির রুদ্ররোষ থেকে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছে সবাই।

কিন্তু প্রকৃতি নয়, এ জন্যে দায়ী রানার চিরশত্রু এক পাগল বৈজ্ঞানিক। দাবি না মানা হলে বিশ্বকে বরফ যুগে নিয়ে যাবে সে।

ওদিকে শত্রুপক্ষের ডেথমেশিন ও ফোর্সফিল্ড কাজ শুরু করে দিয়েছে।

সোহানাকে নিয়ে নিকারাগুয়া ছুটল মাসুদ রানা।

রানা কি পারবে এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে?


                                               

   

Post a Comment

Previous Post Next Post