রক্তপিপাসা (তিন খন্ড একত্রে) (Masud Rana #231,232, 233)

রক্তপিপাসা (তিন খন্ড একত্রে) (Masud Rana #231,232, 233)

অ্যাডমিরাল হ্যামিলটন বললেন, ‘তোমার ওই ম্যাপ না কি যেন, ওটা নিয়ে সবাই খুব উত্তেজিত হয়ে আছি আমরা।’
হাসল মাসুদ রানা। ‘কুইপু,’ বলল ও। ‘ইনকাদের একটা রেকর্ডিং ডিভাইস।’ ব্রিফকেস থেকে  জেড-বক্সটা বের করে কনফারেন্স টেবিলের ওপর সাবধানে রাখল ও।
‘বাঁক ও মোচড়গুলোয় শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া আছে,’ ঢাকনির ওপর খোদাই করা মুখ দেখে মন্তব্য করলেন অ্যাডমিরাল। ‘তবে, প্রশ্ন হলো, এই কুইপু কি সত্যি তোমাকে বিরাট এক গুপ্তধনের সন্ধান দেবে?’
‘আমি অন্তত তাই আশা করছি।’
রানার আশা পূরণ হলো ঠিকই, কিন্তু কিভাবে?

                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post