স্বর্ণ দ্বীপ (দুই খন্ড একত্রে) (Masud Rana #229, 230)

স্বর্ণ দ্বীপ (দুই খন্ড একত্রে) (Masud Rana #229, 230)

সব মিলিয়ে প্রায় তিনশো মণ সোনা। শুধু সোনাই নয়, সোনার সঙ্গে হীরা ও অন্যান্য দামি রত্ন ছিল প্রচুর। সবই এই বাংলার সোনাদানা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ছিনতাই করে নিয়ে গেল জাপানীরা। তারপর হাতবদল হয়ে পৌছে গেল জার্মান নাৎসীদের গোপন আস্তানায়।
অনেক-অনেক দিন পর সেই সোনা উদ্ধার করতে দুর্গম আর্কটিকের বেয়ার আইল্যান্ডে এসেছে মাসুদ রানা, একটা ফিল্ম ইউনিটের সঙ্গে, ডাক্তারের চাকরি নিয়ে। দ্বীপে নামবারেআগে, জাহাজে থাকতেই, শুরু হয়ে গেছে অত্যাকান্ড। একের পর এক খুন হয়ে যাচ্ছে ফিল্ম ইউনিটের লোকজন, অথচ কোন খুনেরই কারণ কিছু বোঝা যাচ্ছে না। অত্যন্ত জটিল ও রহস্যময় ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে রানা। বুঝতে পারছে না সোনা উদ্ধার করতে এসে নিজের জান বাঁচানো সম্ভব কিনা।

                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post