বড় ক্ষুধা (দ্বিতীয় খন্ড) (Masud Rana #228)

 বড় ক্ষুধা (দ্বিতীয় খন্ড) (Masud Rana #228)

ড. আলবার্ট ফেরেল  মই বেয়ে  ফ্লাইং ব্রিজে উঠে আসছেন, এ ই সময় তাঁকে দেখে ফেলল জল দানব। দুটো চাবুকের একটা কুন্ডলী পাকাল, পরমুহূর্তে সেটা ছেড়ে দেয়া স্প্রিঙের মত লম্বা হলো শূন্যে, তারপর লাফ দিল সামনের দিকে। ওটাকে আসতে দেখে এড়াবার চেষ্টা করলেন তিনি, মই থেকে পিছলে খসে পড়ল পা দুটো, একটা ধাপ ধরে ঝুলে পড়লেন। মইটাকে ঘিরে ফেলল চাবুক, পেঁচাল, তারপর এক টানে মট করে বোটের বাল্কহেড থেকে ভেঙে ফেলল। ফ্লাইং ব্রিজের মাথার ওপর তুলে ফেলেছে, এখনও সেটা ধরে ঝুলছেন ড. ফেরেল।
তারপর বোটটাকে ভাঙতে শুরু করল জলদানব। চাবুক দুটো চারদিকে এলোপাতাড়ি উড়ছে, একটা কিছুর স্পর্শ পেলেই পেঁচিয়ে ধরছে সেটাকে- মোটা রশির কুন্ডলী পাকানো স্তূপ, হ্যাচ কভার, অ্যান্টেনা মাস্ট- আছাড় মেরে  ভাঙছে, 
ছুঁড়ে ফেলে দিচ্ছে সাগরে। হঠাৎ স্থির হয়ে গেল,
এবার দেখতে পেয়েছে মাসুদ রানাকে।
 

                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post