বড় ক্ষুধা (প্রথম খন্ড) (Masud Rana #227)

বড় ক্ষুধা (প্রথম খন্ড) (Masud Rana #227)



আটলান্টিকের অতল গভীর থেকে বেরিয়ে এসেছে অতিকায় এক দানব, ক্ষুধার যন্ত্রণা আর খুনের নেশায় উন্মাদ। ওটাকে মাছ বলা যাবে না, আবার স্তন্যপায়ী কোন প্রাণীও নয়, বাতাস নিতে হয় না বলে পানির ওপর ওঠার কোন দরকার নেই তার।
সে কখনও ঘযমায় না। শত্রু তার মাত্র একটা, বাকি সমস্ত প্রাণী তার শিকার। নিজের বিশাল আকৃতি বা প্রচন্ড শক্তি সম্পর্কে তার কোন ধারণা নেই। উত্তেজিত হয়ে উঠলে বারবার রঙ বদলায়। ঘন কালো পানিতে ঘুরে বেড়ায় একা।
বারমুডায় ছুটি কাটাতে এসে আঁতকে উঠল মাসুদ রানা সবাইকে সবধান করতে চাইছে,
কিন্তু কেউ ওর কথা কানে তুলছে না।

                                                

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post