অপচ্ছায়া (দুই খন্ড একত্রে) (Masud Rana #234,235)

অপচ্ছায়া (দুই খন্ড একত্রে) (Masud Rana #234,235)

অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন ব্রিটিশ সিক্রেট সার্ভিস চীফ মারভিন লংফেলো, ‘ঠিক আছে, বুঝতে পারছি।
আমার দুর্ভাগ্য, এবার আমরা তোমার সাহায্য পেলাম না।’ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল মাসুদ রানা। ওর মনে হচ্ছে যত তাড়াতাড়ি পালানো যায় ততই ভাল। ‘চলেই যখন যাচ্ছ, আর মাত্র একটা কথা শুনে যাও।’ চুরুট ধরাতে ব্যস্ত লংফেলো, তাঁর হাত কাঁপছে লক্ষ করে অবাক হয়ে গেল রানা। ‘বড়ুয়া। তোমার নিজ হাতে গড়া সুব্রত বড়ুয়া।’ ‘হ্যাঁ,’ বলল রানা। সুব্রতর সঙ্গে ওর গুরু-শিষ্যের সম্পর্ক। আশ্রম থেকে তুলে  এনে তাকে কলেজে ভর্তি
 করে দিয়েছিল ও, তারপর রানা এজেন্সিতে চাকরি দিয়েছিল। ‘তো কি হয়েছে?’ ‘রানা, খবরটা এভাবে দিতে হচ্ছে বলে সত্যি আমি দুঃখিত,’ বললেন লংফেলো। ‘সুব্রতও খুন হয়েছে।’
এক নিমেষে পাথর হয়ে গেল রানা।

                                               

 

 

 



Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post