মরণযাত্রা ( এক খন্ডে সমাপ্য) (Masud Rana #284)

মরণযাত্রা ( এক খন্ডে সমাপ্য) (Masud Rana #284)


বারোশো প্যাসেঞ্জার নিয়ে জেনেভা থেকে রওনা হলো ট্রেনটা, উনত্রিশ ঘন্টার যাত্রা, গন্তব্য স্টকহোম। যাত্রীদের মধ্যে ইরাকী স্পাই ইব্রাহিম দানু আছে, এমথ্রীএক্স ভাইরাসে আক্রান্ত, যে ভাইরাসের কোন প্রতিষেধক নেই।

ভাইরাসটা ট্রেনের বাইরে ছড়িয়ে পড়লে প্রথম দফায় এক বিলিয়ন মানুষ মারা যাবে, তারপর একে একে সব ক’টা মহাদেশের সমস্ত স্তন্যপায়ী প্রাণী সাফ হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে। ওদের কপাল ভাল কি মন্দ, তা একমাত্র বিধাতাই বলতে পারবেন, যাত্রীদের মধ্যে মাসুদ রানাও আছে। শুরু হলো রক্তবমি, জ্বর; কোটর ছেড়ে বেরিয়ে এল চোখ, মাংস থেকে আলগা হয়ে খুলে আসছে যায়ের চামড়া। সবাই আক্রান্ত। ট্রেন সীল করে দেয়া হয়েছে। পালাবার পথ নেই। এই পরিস্থিতিতে রানা যদি কিছু করতে না পারে,েএমন কি নিজের মৃত্যুও যদি ঠেকাতে না পারে, ওকে কি দায়ী করা যায়?

                                               

 

 


Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post