ধ্বংসের নকশা ও কুহেলী রাত (দুইটি বই একত্রে) (Masud Rana #278 & #299)

ধ্বংসের নকশা (Masud Rana #278)

রজার সাইমুর ও আরগুয়েলোর মধ্যে এত ঘন ঘন মীটিঙ কেন? দুই লাইনের দুই তারকা কি ঘটাতে চায়?

জানার জন্যে মাসুদ রানা উঁকি দিল লেয়ার্ড অভ মারকান্ডির অন্দরমহজলে-তারপর? জড়িয়ে পড়ল এক ভয়াবহ ঘটনাপ্রবাহে। বিজ্ঞানীর হুমকি শুনে থমকে গেল বিশ্ব এখন একমাত্র রানাই পারে বাঁচাতে। কিন্তু ওকে বাঁচায় কে?

কুহেলী রাত (Masud Rana #299)

রক্ষকই ভক্ষক, এটা জানার পর মাসুদ রানার জন্যে ম্যাকাও হয়ে উঠল উত্তপ্ত তন্দুর। পালিয়ে কম্বোডিয়ার জলাভূমিতে চলে এল ও। শুরু থেকেই ঘরের শত্রু ডয়েস হয়ে উঠল মারাত্মক হুমকি। 

এখন রানা বাঁচাবে কিভাবে? 


                                               

 

 


Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post