রক্তের রঙ (দুই খন্ড একত্রে) (Masud Rana #29&30)

ভারত-বাংলাদেশ-বার্মা সীমান্তের কাছাকাছি কোথাও জটিল এক ষড়যন্ত্রের আভাস পেয়েছেন মেজর জেনারেল রাহাত খান। তবে কি ‘মুসলিম বাংলা’ সংক্রান্ত গুজবের মধ্যে কিছু সত্যতা আছে।

বিশাল সমুদ্রের বুকে চিনোবাদামের খোসার মত একটা ছোট্ট ইয়টে করে পাড়ি দিল মাসুদ রানা দীর্ঘ নয়শো মাইল। গন্তব্য – ইয়ান গন। প্রাচ্যের দুর্ধর্ষতম দস্যু উ সেন মারা যায়নি প্লেন-ক্র্যোশে। বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এক ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত রয়েছে সে।

রানা চলেছে ছদ্ম-পরিচয়ে তারই দলে যোগ দিতে। কিভাবে বানচাল করবে রানা এই ষড়যন্ত্র? আট হাজার ট্রেইন্ড গেরিলার তুলনায় রানার শক্তি ও সামর্থ্য কতটুকু?

কিকরবে রানা এবার?




                                               

Post a Comment

Previous Post Next Post