বারো জন প্রখ্যাত বৈজ্ঞানিক নিখোঁজ। শেষের জন নিখোঁজ হয়েছেন চোখের সামনে থেকেই।
ডক্টর সাদেকের মাকে কথা দিয়েছে রানা, যেমন করেই হোক খুঁজে এনে দেবে সে তাঁর ছেলেকে। একমাত্র সূত্র হুবার্ট ডনফিল। ছুটল রানা লন্ডন হয়ে মিউনিখ।
অদ্ভত গতিসম্পন্ন গোলাকৃতি একটা উড়ন্ত বস্তু ধরা পড়ে রাডারে দুই সেকেন্ডের জন্যে, পরমুহূর্তে অদৃশ্য হয়ে যায়। শব্দের চেয়ে এগারো গুণ বেশি গতিবেগ। কি ওটা? জানার ভার পড় পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) কাউন্টার ইন্টেলিজেন্সের অপারেটর মিস সোহানা চৌধুরীর উপর।