কাসাব্লাঙ্কা, হোটেল সাহারা ক্যাবারেতে জ্বলে উঠলো
নীল স্পট। মুখ তুলে দর্শকদের দিকে তাকালো স্ট্রীটটিজ ড্যান্সার প্রিন্সেস জয়লতিকা।
…… মিত্রা! রানা দেখলো স্টেজে দাড়িয়ে আছে মিত্রা সেন। দর্শকদের মুখের উপর ছোখ
বুলিয়ে নিল রানা চট্ করে। পি.সি.আই এজেন্ট এখানে কেন? ওপাশের মেয়েটি কে? রানা বুঝল,
মেজর জেনারেল রাহাত খান কাসাব্লাঙ্কার ছুটি মঞ্জর করেছেন সমুদ্র স্নানের জন্য নয়, এটা
একটা এ্যাসাইনমেন্ট, ব্লাইন্ড এ্যাসাইনমেন্ট। চলুন দেখে নেই কি হয় এবার?
Thanks to Banglapdf.net

