তিন শত্রু (Masud Rana #38)

আড়াই টন সোনা নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল একটা পাকিস্তানী জাহাজ একাত্তরের অক্টোবরে। ন্যাভাল লেফটেন্যান্ট আহসানের সাহায্যে একটা নকশা তৈরি করিয়েছেন মেজর বাশার আগরতলায় বসে প্রত্যক্ষদর্শী শিল্পী রাশেদের সহযোগীতায়। সেই রাতেই আততায়ীর গুলিতে মারা গেল আহসান। মেজর বাশারের তাঁবুতে আগুন লেগে পুড়ে গেল ম্যাপের অর্ধেকটা। সাতদিন পর মারা গেল রাশেদ। গভীর সাগরে ডুবে রয়েছে আড়াই টন সোনা। কেউ জানে না কোথায়।

                                               

Post a Comment

Previous Post Next Post