আমি সোহানা (দুই
খন্ড একত্রে) (Masud Rana #201,202)
দাঁড়াল পাইথন, তার বিশাল দুই হাত ঝুলে পড়ল, ধীরে ধীরে এগিয়ে আসছে
রানার দিকে। ‘আমি কি তোমাকে বলেছি, হাড় ভাঙার শব্দ শুনতে যে ভালবাসি? বলিনি...?’
রানাকে ছাড়িয়ে আরও দূরে সরে গেল তার দৃষ্টি। ‘দেখা যাচ্ছে, উল্লাসে
অধীর শোনায় তার কন্ঠস্বর, ‘মাসুদ রানা একা নয়, সাথে সোহানা চৌধুরীও আছে!’
প্যাসেজের শেষ মাথায়, দরজার বাইরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে
সোহানা, বিশ গজ দূরে। মুখটা ফ্যাকাসে, চোখ দুটো বড় বড়। গায়ে শার্ট নেই, বাহুর
ব্যান্ডেজটা দেখা যাচ্ছে। একমাত্র আল্লাহই বলতে পারে কিভাবে তার ঘুম ভাঙল। ধীরে
ধীরে, অনেক কষ্টে, দরজার পাশে হেলান দিল ও, তাকিয়ে আছে রানার দিকে, হাত দুটো কোলের
ওপর। সমস্ত শক্তি এক করে গলায় জোর আার চেষ্টা করল ও, বলল, ‘এখন তোমাকে জিততে হবে,
রানা।’ রানার অস্তিত্বের গভীরে গর্জে উঠল হিংস্র একটা বাঘ।
সোহানার কথা ভাবছে। ওকেবাঁচাতে হবে।