তিক্ত অবকাশ (দ্বিতীয় খন্ড) (Masud Rana #198)
ইটালিতে ছুটি কাটাতে গিয়ে এক সাংবাদিক বন্ধুর আবেদনে সাড়া দিয়ে তার ডেস্কে সাতদিনের জন্য ডিউটি করতে রাজি হয় রানা। বন্ধু তার নতুন বউকে নিয়ে হানিমুনে চলে যায় আর রানা পড়ে বিপদে। নিউইয়র্ক থেকে সম্পাদকের মেয়ে আসে রোমে পড়াশোনা করতে। সম্পাদকের নির্দেশে রানাকে নিতে হয় তাকে রিসিভ করার দায়িত্ব। কিন্তু রানা জড়িয়ে পড়ে সেই মেয়ের সাথে প্রেমের সম্পর্কে। দুজন মিলে নাম পাল্টিয়ে এক ভিলা ভাড়া করে প্রি-হানিমুনের জন্য। রানা যখন ভিলায় গিয়ে পৌছায় সম্পাদকের মেয়ে ততক্ষণে খুন হয়ে গেছে। রানা পালায় ইটালিয়ান পুলিশের হাত থেকে বাচাঁর জন্য। হাতে সময় আছে তিনদিন। এর ভিতর আসল খুনিকে খুজে বের করে হাজি করতে হবে পুলিশের সামনে না হলে নিজেই অ্যারেস্ট হবে পুলিশের হাতে। একদিকে এক মাফিয়া গ্রুপ উঠে পড়ে লেগেছে রানার পিছনে। কি চায় তারা?