বন্ধু ও সঙ্কেত দুইটি বই একত্রে(Masud Rana #125)

 বন্ধু ও চ্যালেঞ্জ দুইটি বই একত্রে(Masud Rana #125)


বন্ধু

ব্যাঙ্ককে ডেকে পাঠানো   হলো মাসুদ রানাকে। সোহেলের কাছে রিপোর্ট করল সে। সোহেল ওকে তৈরি করতে বলল ওরই এক অন্যতম বন্ধুকে হত্যা করার অব্যর্থ পরিকল্পনা। ব্যাপারটা কি! – ভাবছে রানা। সর্বক্ষণ ওকে অনুসরণ করছে কেন তিনজন বাঙালী? মেয়েটারই বা মতলব কি? কি চায়?

 চ্যালেঞ্জ

রিসিভার তুলল রানা, ‘হ্যালো?’ ‘রানা?’ সেই ভারী, গুরুগম্ভীর কন্ঠস্বর। চিনতে ভল হলো না। ছোট্ট করে উত্তর দিল, ‘জ্বী!’ ‘আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, রানা। সর্বনাশ হয়ে গেছে। আমিই দায়ী….’ ‘স্যার!’ মুখ দিয়ে আর কোন কথা সরল না রানার। ‘বি.সি.আই. থেকে রিজাইন করছি আমি। দুঃখ কি জানো, ব্যর্থতার গ্লানি নিয়ে….’ ‘আমি আসছি, স্যার।’ আমেরিকা থেকে ছুটে চলে রানা ঢাকায়।

শুরু হলো গল্প।


Get leads. Get sales. Get growing. [2]  

Post a Comment

Previous Post Next Post