জিম্মি: অখন্ড (Masud Rana #92)

 জিম্মি: অখন্ড (Masud Rana #92)

আবার দেখা যাচ্ছে কবীর চৌধুরীকে।

তিনজন লোক চাই তার। একজন আধুনিক অস্ত্র বিশারদ, দ্বিতীয় জন কম্পিউটার বিশারদ, আর তৃতীয় জনকে হতে হবে ইলেকট্রিক ওয়েলডিঙে দক্ষ-সার্কাসের লোক।

উচ্চতা সম্পর্কে ভয়শূণ্য হতে হবে তিনজনকেই।

কেন? ব্যাপারটা কি? তিনজন লোক...

না, না। আরও অনেক লোকই তার দরকার। কিন্তু তাদের সে নিজেউ সংগ্রহ করে নেবে। আলবার্তো ভেরিনো এই তিনজনকে সংগ্রহ করে দিলেই চলবে।

বড়সড় একটা কাজে হাত দিয়েছে কবীর চৌধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগের সেই দশ বিলিয়ন আদায় করে নেবে সে জরিমানা।

বেচারা জানেনা, একদা-দুর্ধর্ষ গুন্ডা আলবার্তো ভেরিনো এখন মেজর জেনারেল রাহাত খানের লোক। আর রাহাত খান মানে ...... নিশ্চই বুঝতে পেরেছেন সবাই?

আসুন পড়ে দেখি...................



Post a Comment

Previous Post Next Post