আই লাভ ইউ, ম্যান: অখন্ড (Masud Rana #78,79,80)

আই লাভ ইউ, ম্যান: অখন্ড (Masud Rana #78,79,80)
by Qazi Anwar Hussain

বুড়োর শাস্তির কথা হচ্ছিল 'আমার কথাই ধরো না', বলল রানা 'চাকরিতে ঢোকার প্রথম দিকের কথা সাংঘাতিক একটা ভুল করে ফেলেছিলাম ব্যস, আর যায় কোথায়... একেবারে দ্বীপান্তর!' 'হোয়াট!' চোখ দুটো বড় বড় হয়ে উঠলো সোহানার 'বলো কি! দ্বীপান্তর? কি অপরাধে?' 'সময় নেই, সোহানা আরেক দিন বলব আমি... ' রানা জানে না কার পাল্লায় পড়েছে সে সেইদিনই রাত দশটায় ঘরে ফিরে দেখল সোহানা হাজির শুরু হলো গল্প সেই কাঁচা বয়সের কথা, জলকুমারীর কথা, অপূর্ব সুন্দর সেই দ্বীপের কথা, পঁচিশ একর ছায়া সুনিবিড় শান্তি আর নয়নাভিরাম সমুদ্র সৈকতের কথা, স্বর্ণহৃদয় রডরিক আর ল্যাম্পনির কথা সেই সঙ্গে যোগ দিল লোভ, পাপ আর মৃত্যু - দুঃস্বপ্নের মত ভয়ঙ্কর!

Thanks to Banglapdf.net 

Post a Comment

Previous Post Next Post